Header Ads

যেভাবে কংক্রিটের এস্টিমেট বের করবেন। How to calculate Cement, Sand, and Aggregate for concrete

যেভাবে কংক্রিটের এস্টিমেট বের করবেন।
প্রথমে কংক্রিট কাজের আয়তন বের করতে হবে
ধরি,
দৈঘ্য=৪০ ফুট
প্রস্থ= ২০ ফুট
থিকনেস=৫ ইঞ্চি
ভিজা আয়তন =(৪০*২০*৫/১২) বা ৩৩৩.৩৩ ঘনফুট
[ইঞ্চি কে ফুটে কনর্ভাট করার জন্য ১২ দিয়ে ভাগ করতে হবে ]
এবার ভিজা আয়তন কে ১.৫৫ দিয়ে গুণ করে ভিজা আয়তন বের করতে হবে।
শুষ্ক আয়তন =(৩৩৩.৩৩*১.৫৫) বা ৫১৬.৬৬ ঘনফুট
এখন কংক্রিট মিশ্রণের অনুপাতের যোগফল বের করতে হবে।
ধরি,
অনুপাত =১:২:৪
যোগফল=(১+২+৪)বা ৭
সর্বশেষে শুষ্ক আয়তনকে অনুপাতের যোগফল দিয়ে ভাগ করে ভাগফল কে নির্দিষ্ট আনুপাতিক সং খ্যা দিয়ে গুণ করে মালামাল এর পরিমাণ নির্ণয় করতে হবে।
সিমেন্ট =(৫১৬.৬৬÷৭)*১*.৮০= ৫৯.০৪ ~৬০ ব্যাগ
বালি = (৫১৬.৬৬÷৭)*২=১৪৭.৬২ সিএফটি
খোয়া=(৫১৬.৬৬÷৭)*৪=২৯৬.২৩ সিএফটি

এটার ভিডিও দেখতে লিঙ্কে ক্লিক করেন https://www.youtube.com/watch?v=Z7Eue-1Gcek&t=4s

No comments

Theme images by Storman. Powered by Blogger.