Header Ads

ভালো সিমেন্ট চেনার উপাই | কার্যক্ষেত্রে সিমেন্ট পরীক্ষা | কোন ধরনের সিমেন্ট Construction কাজের জন্য উপযোগী | Cement test at work | Good Cement Chain




সিমেন্টের প্রকার ভেদঃ

সিমেন্ট হল বর্তমান বিশ্বের সবচেয়ে  প্রয়োজনীয় নির্মাণ উপাদান মানুষের প্রয়োজনের অনুসারে সময়ের সাথে সাথেবিভিন্ন ধরনের সিমেন্ট জন্য প্রস্তুত করা হয়েছে পোর্টল্যান্ড সিমেন্ট সবচেয়ে বেশি ব্যবহৃত সিমেন্ট এবং সিমেন্টের অন্যান্য রূপগুলো পোর্টল্যান্ড সিমেন্ট থেকে উদ্ভূত হতেবিভিন্ন ধরণের পোর্টল্যান্ড সিমেন্ট তৈরি করা হয়েছে। যেমন,

১) সাধারণ পোর্টল্যান্ড সিমেন্ট (Ordinary Portland Cement I)
২) পরিমিত পোর্টল্যান্ড সিমেন্ট (Modified Portland Cement)
৩) উচ্চ প্রারম্ভিক ক্ষমতা পোর্টল্যান্ড সিমেন্ট (Rapid Hardening or High Early Strength 
                                                                                   Portland Cement )
৪) দ্রুত সেটিং সিমেন্ট (Quick Setting Cement)
৫) কম তাপ পোর্টল্যান্ড সিমেন্ট  (Low Heat Portland Cement )
৬) সালফেট প্রতিরোধী পোর্টল্যান্ড সিমেন্ট (Sulphate Resistant Portland Cement)
৭) জল নিরোধী পোর্টল্যান্ড সিমেন্ট ( Water Repellent Portland Cement)
৮) জল প্রতিরোধক পোর্টল্যান্ড সিমেন্ট (Water Proof Portland Cement)
৯) উচ্চ এলুমিনিয়া সিমেন্ট (High Alumina Cement)
১০) পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্ট  (Portland Slag Cement)
১১) বায়ু বান্ধব পোর্টল্যান্ড সিমেন্ট (Air Entraining Portland Cement )
১২)  পজলনা পোর্টল্যান্ড সিমেন্ট (Pozzolana Portland Cement)
১৩)  সুপারসালফেট সিমেন্ট (Supersulphated Cement)
১৪) রাজমিস্ত্রির সিমেন্ট (Masonry Cement)
১৫) সম্প্রসারিত সিমেন্ট (Expansive or expanding Cement)

১) সাধারণ পোর্টল্যান্ড সিমেন্ট  

এটা সাধারণত নির্মাণ কাজ ব্যবহার করা হয় সিমেন্টে অন্যান্য  যেসমস্ত বৈচিত্র্য তা এই সিমেন্ট থেকেই উদ্ভূত হয়। সাধারণ পোর্টল্যান্ড সিমেন্টকে সংক্ষেপে OPC সিমেন্ট বলে। শুধু ক্লিংকার ও জিপসাম এর মিশ্রণে এই সিমেন্ট তৈরি হয়
 (ক) সাদা সিমেন্ট
·        এটি এক প্রকার OPC সিমেন্ট এর কাচামাল সাদা খড়ি বা আয়রন অক্সাইড মুক্ত কাদা
·         ক্লিংকার তৈরির সময় কয়লার পরিবর্তে জ্বালানী তেল পুড়ানোর কাজে ব্যবহার করা হয়
·        OPC সিমেন্টের চেয়ে অনেক বেশী ব্যয়বহুল 
(খ) রঙীন সিমেন্ট
·        উপযুক্ত রঙ্গক পছন্দসই রঙ দান করে
·     ব্যবহৃত রঙ্গক আলোসূর্য বা আবহাওয়া সাথে রাসায়নিকভাবে বিক্রিয়া করে টেকসই হয়

২) পরিমিত পোর্টল্যান্ড সিমেন্ট

·        এই সিমেন্ট সেটিংএর সময়  OPC সিমেন্টের চেয়ে কম তাপ উৎপন্ন করে
·  যে সকল অঞ্চলে আবহাওয়া গরম সেই সকল অঞ্চলের জন্যে এই সিমেন্ট খুব উপযোগী

৩) উচ্চ প্রারম্ভিক ক্ষমতা সিমেন্ট

·      এই সিমেন্ট OPC সিমেন্টের তুলনায় অনেক তারাতারি শক্তি অর্জন করে। দেখা গেছে OPC সিমেন্ট ৭ দিনে যে শক্তি অর্জন করে এই সিমন্ট ৩দিনে সেই শক্তি অর্জন করে।
      • ২৪ ঘন্টা পর - নুন্যতম ১৬০ কেজি / CM2
      • ৭২ ঘন্টা পর - নুন্যতম ২৭৫  কেজি / CM2
·        প্রাথমিক এবং চূড়ান্ত সেটিং সময় OPC সিমেন্টের মতই।
·   এই সিমেন্টে ট্রাই ক্যালসিয়াম সিলিকেটের (C3S) পরিমাণ OPC সিমেন্টের তুলনায় বেশী।
·       এই সিমেন্ট সেটিংএর সময়  OPC সিমেন্টের চেয়ে বেশী তাপ উৎপন্ন করে
·        OPC সিমেন্টের তুলনায় হালকা,তারাতারি জমাট বাধার কারনে সাশ্রয়ী ।
·     যেখানে অবিলম্বে আবকাঠামো নির্মানের প্রয়োজন বোধ করা হয় সেখানে এটি ব্যাবহার করা হয়। যেমন, মেরামত কাজ।  

৪) দ্রুত সেটিং সিমেন্ট

  • OPC-র তুলনা  দ্রুত সেট হয়।
  •  প্রাথমিক সেটিং সময় ৫ মিনিট.
  •  ফাইনাল সেটিং সময় ৩০ মিনিট.
  •  ডপানির নিচে বা বৃষ্টির সময় নির্মাণ কাজে এই সিমেন্ট ব্যবহৃত হয়।
  •  প্রাথমিক সেটিং এড়াতে মিক্সিং এবং স্থাপন তৈরির কাজ দ্রুত করতে হবে।

৫) কম তাপ সিমেন্ট

·     এই সিমেন্টে ট্রাই ক্যালসিয়াম এলুমিনেট (C3A) এবং সিলিকেটের (C3S) পরিমান কম থাকে(৫%)এবং  ডাই-ক্যালসিয়াম সিলিকেটের (C2S) পরিমান বেশী থাকে(৪৬%)যা তাপ উৎপন্ন নিয়ন্ত্রন করে।
·      এটিতে চুনের পরিমাণ কম থাকে
·      প্রাথমিক এবং চূড়ান্ত সেটিং সময় OPC সিমেন্টের মতই।
·      অত্যান্ত ধীর গতিতে এটি শক্তি অর্জন করে।
·     সাধারণ কাঠামো নির্মাণের জন্য এই সিমেন্ট উপযুক্ত নয়।
    • দীর্ঘ সময় ঠেকা (shuttering) দিয়ে রাখতে হয় তাই খরচ বৃদ্ধি পায়।
    • Curing (জমাট বাধতে) দীর্ঘ সময় নেয় অর্থাৎ দীর্ঘ সময় রক্ষনা বেক্ষন করতে হয়।

৬) সালফেট প্রতিরোধী পোর্টল্যান্ড সিমেন্ট

  • এই সিমেন্টে ট্রাই ক্যালসিয়াম এলুমিনেট শতকরা ৫% নিচে রাখা হয় যা সালফেটের  বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির করে।
  • এই সিমেন্ট কম তাপ সিমেন্টের (Low Heat Cement) মতই তাপ উৎপন্ন করে।
  • তাত্ত্বিকভাবে ব্যাবহারে জন্যে আদর্শ সিমেন্ট, উত্পাদন ব্যয়বহুল।
  • যে সকল কাঠামো ক্ষারীয় উপদান দ্বারা ক্ষতিগ্রস্ত হয় সেই সকল কাঠামোর জন্য এই সিমেন্ট ব্যবহৃত হয়।যেমন, সেতু,কালভার্টখাল আবরণ, ইত্যাদি

৭) জল নিরোধী পোর্টল্যান্ড সিমেন্ট

·      এই সিমেন্টে সামান্য পরিমাণে জল প্রুফিং উপাদান মেশানো হ্য,এই সিমেন্ট "একোয়া-ক্রীট" নামেও পরিচিত।

·     এই সিমেন্ট সাধারণত সাধারণ পোর্টল্যান্ড সিমেন্ট (Ordinary Portland Cement বা উচ্চ প্রারম্ভিক ক্ষমতা পোর্টল্যান্ড সিমেন্ট(Rapid Hardening Portland Cement এবং সাদা সিমেন্ট দিয়ে প্রস্তুত করা হয়।
·        এটি আর্দ্রতা অনুপ্রবেশ রোধ করার জন্য ব্যবহার করা হয় যেমন বেসমেন্ট, ইত্যাদি

৮) জল প্রতিরোধক পোর্টল্যান্ড সিমেন্ট

  • এই সিমেন্ট সাধারণত সাধারণ পোর্টল্যান্ড সিমেন্ট (Ordinary Portland Cement বা উচ্চ প্রারম্ভিক ক্ষমতা পোর্টল্যান্ড সিমেন্টের (Rapid Hardening Portland Cement সাথে সামান্য পরিমাণ রাসায়নিক ধাতু যেমন Ca, Al ইত্যাদি মিশিয়ে প্রস্তুত করা হয়।
  • এটা পানি এবং তেল প্রবেশ প্রতিরোধী।
  • এটি শিল্প বজ্য জল, আলকাইন,এসিড, ক্ষারীয় এবং লবণ প্রতিরোধী।
  • এটি ট্যাংকজলাধারধারনকারী দেয়ালপুলবাঁধ ইত্যাদি জল ধারনকারী স্থাপনা তৈরির জন্য ব্যবহার করা হয়।

৯) উচ্চ এলুমিনিয়া সিমেন্ট

  • উচ্চ তাপমাত্রায়সঠিক অনুপাতে বক্সাইট এবং চুনাপাথর মিশ্রণ  দ্বারা উত্পাদিত এই  সিমেন্টের রং হয় কালো চকলেট রঙের।
  •  এইসিমেন্ট রাসায়নিকসালফেটসনোনা জলতুষারপাত এবং আগুন প্রতিরোধী।  সাধারণত  রাসায়নিক কারখানা এবং চুল্লিতে এই সিমেন্ট বেশী  দরকারী।
  • এর শক্তি OPC -এর চেয়ে অনেক বেশী.।
  • প্রাথমিক সেটিং সময় ২ ঘন্টা এবং কাছাকাছি সময়ের মধ্যেই চূড়ান্ত সেটিং সম্পন্ন হয়।
  • এটি সেটিংয়ের সময় বেশী  তাপ নির্গত করে।

১০) পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্ট 

  • স্ল্যাগ হল দস্তা/লোহার চুল্লি থেকে উত্পাদিত উপজাত। গ্রাইন্ডিংয়ের সময় ক্লিংকার ও জিপসামের সথে স্ল্যাগ নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে গ্রাইন্ডিং করে পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্ট তৈরি করা হয়। 
  •  OPC সিমেন্টের তুলনায়দামে সস্তা, এর রং কালচে ধূসর হয়ে থাকে। 
  •  সেটিংএর সময় OPC সিমেন্টের তুলনায় তাপ কম উৎপন্ন করে। প্রাথমিক ১ ঘন্টা এবং চূড়ান্ত সেটিং ১০ ঘন্টা পর্যন্ত হতে পারে।  
  •  সালফেটসক্ষার এলুমিনিয়া লোহা এবং আম্লিক জল ইত্যাদি প্রতিরোধের মুটামুটি ভাল।  
  •  সামুদ্রিক কাজের জন্য উপযুক্ত।  
  •  খুব ধীরে ধীরে শক্তি সঞ্চয় করেআরসিসি(RCC) জন্য ভাল কিন্তু উত্তম না।

১১) বায়ু বান্ধব পোর্টল্যান্ড সিমেন্ট

  • OPC এর সঙ্গে বায়ু বান্ধব উপকরণ (যেমন, তেল,রেজিনচর্বিফ্যাটি এসিড ইত্যাদি) ক্ষুদ্র পরিমাণে মিশিয়ে গ্রাইন্ডিং করে এই সিমেন্ট তৈরি হয়।
  • জমাট বাধার সময় বাতাসের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে ক্ষুদ্র বুদবুদ তৈরি হয়।
  • শীত প্রধান এলাকায় এর কংক্রিট কার্যকর।
  • কংক্রিট এর স্ট্রেন্থ/শক্তি কিছু মাত্রায় হ্রাস পায়।
১২) পজলনা পোর্টল্যান্ড সিমেন্ট
  • পজলনা বলতে মূলত আগ্নেয়গিরর শশুকিয়ে যাওয়া লাভাকে বুঝায়। পজলনার মূল উপদান হল ক্যালকাইন্ডকাদামাটি,এবং ছাই। OPC ক্লিংকারের সঙ্গে পজলনা মিশিয়ে গ্রাইন্ডিং করে এই সিমেন্ট তৈরি হয়। 
  •  এর বৈশিষ্ট্য ও OPC -র বৈশিষ্ট্য একই।  
  •  সেটিংয়ের সময় কম তাপ উত্পাদন করে এবং সালফেটস এবং আম্লিক জলের আক্রমণ প্রতিরোধ করে।  
  •  সাধারন কাজ ও সামুদ্রিক কাজে ব্যবহারের জন্যে ভাল।  
  •  আলটিমেট OPC-র তুলনায় বেশী শক্তি সঞ্চয় করে কিন্তু সেটিং সময় OPC-এর মতই।

১৩) সুপারসালফেট সিমেন্ট

  • সাধারণত প্রায় ৭০ শতাংশ স্ল্যাগক্যালসিয়াম সালফেট এবং একটি নিদিষ্ট পরিমাণ সাধারণ পোর্টল্যান্ড সিমেন্ট বা পোর্টল্যান্ড সিমেন্ট ক্লিংকার মিশিয়ে এই সিমেন্ট তৈরি হয়। 
  •  এটি সাধারণ পোর্টল্যান্ড সিমেন্টের তুলনায় বেশী ফাইন/গুরো হয়। 
  •  এর বৈশিষ্ট্য সমূহ আর সাধারণ পোর্টল্যান্ড সিমেন্টের বৈশিষ্ট্য প্রায় একই  
  •  জামাট বাধার সময় অনেক কম তাপ উৎপন্ন করে 
  •  এই সিমেন্ট আসলে এক প্রকার স্ল্যাগ সিমেন্ট সাধারণত শিল্প কারখানা থেকে যে সকল রাসায়নিক পদার্থসমূহ নির্গত হয় তার অধিকাংশই এই সিমেন্ট  প্রতিরোধ করতে পারে এটি সালফেট আক্রমণও প্রতিরোধ করতে পারে 
  •  এর ব্যবহার শুধুমাত্র যেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেঃ নিচে সেখানে হওয়া বাঞ্ছনীয়। 
  •  পর্যাপ্ত সতর্কতা সঙ্গে একটি সাধারণ সিমেন্ট  হিসাবে ব্যবহার করা যাবে।  
  •  এই সিমেন্ট দিয়ে নির্মিত আবকাঠামো বাষ্প প্রতিরোধক হিসাবে ব্যবহার করা যাবে না। 
  •     এটি ব্যবহার করা হয়:
o       সামুদ্র বা উপকূলীয় অঞ্চলে কাঠামো তৈরিতে।
o       যে সকল জায়গায় পানি জমা থাকে বা পানি জমা রখার অবকাঠামো নির্মাণে।
o       জলবাহী কংক্রিট পাইপ তৈরিতে।
o       যে এলাকার মাটি  সালফেট প্রধান সেখানে অবকাঠামো নির্মাণে।
o       রাসায়নিক শিল্প কারখানার বিভিন্ন স্থাপনা তৈরিতে।
o       শিল্প বজ্য বহন করে এমন আধার বা নালা নির্মাণে।
o       রেল সেতুর নিচের দিকে, যা সাধারণত পানির নিচে থাকে। .

১৪) রাজমিস্ত্রির সিমেন্ট

  • এটি সাধারণ সিমেন্ট থেকেআরো একটু বেশী স্থিতিস্থাপক/আঠালো হয়। 
  •  এতে চুনা পাথরস্ল্যাগ মিশানো হয় । 
  •  উপরে উল্লিখিত উপকরণ সংযোজনে সিমেন্টের শক্তি হ্রাস।

১৫) সম্প্রসারিত সিমেন্ট

  •    এই সিমেন্টের মূল পার্থক্য এটা যে সেটিংয়ের সময় এর আয়তন (volume) বৃদ্ধি পায়। 
  •   সাধারণ সিমেন্ট থেকে তৈরি কংক্রিট এর সংকোচন প্রতিরোধ করতে এটি ব্যবহৃত হয়। কংক্রিট সঙ্গে এই সিমেন্ট সামান্য আনুপাতে মেশালে এটি ফাটল রোধ করে। এটা জলবাহী কাঠামোর তৈরির জন্য এটি ব্যবহার বিশেষভাবে বাঞ্ছনীয়। 
  •  মেরামতের কাজে,  বিশেষ করে  পুরাতন কংক্রিটের উপর  নতুন  আস্তর করতে এই সিমেন্ট এই ব্যবহার করা যেতে পারে।

সিমেন্টের অন্যান্য আরও প্রকার

 উচ্চ এলুমিনিয়া সিমেন্ট
 দ্রুত সেটিং সিমেন্ট
 ফ্লাই এস  সিমেন্ট
 হাইড্রোফোবিক সিমেন্ট
 তৈলাক্ত সিমেন্ট
কার্যক্ষেত্রে সিমেন্ট পরীক্ষাঃ


আচ্ছা মনেকরেন আপনি একজন সাইট ইঞ্জিনিয়ার....আপনার সাইটে সিমেন্ট আসলো....তখন আপনি কি সেই সিমেন্ট নিয়ে ল্যাব টেষ্টের জন্য দৌড়াদৌড়ি করবেন....কাজ বাদ দিয়ে....না তা একদম করা যাবে না....ইট, বালির মতো সিমেন্টও কার্যক্ষেত্রে পরীক্ষা করে নিতে পারবেন আপনি....!!!


আসুন এবার দেখি কিভাবে আপনি সিমেন্ট কার্যক্ষেত্রে পরীক্ষা করবেন.. :
নিচে উল্লেখিত অবস্থাগগুলো অবস্থাগগুলো যদি আপনার সিমেন্টে বিরাজ করে তাহলে মনে করবেন আপনার সিমেন্ট কার্যোপযোগী এবং গুনগতমান সম্পন্ন.... :
.
১. সিমেন্টের বস্তা খুলে বস্তার ভিতর হাত দিলে ঠান্ডা অনুভূত হবে।
২. এক মুষ্টি সিমেন্ট পানিতে ফেললে তা ডুবে যাবে।
৩. হাতে সিমেন্ট রাখলে কিংবা বস্তার ভিতর হাত দিলে হাতে মিহি পাউডারের মতো অনুভূত হবে।
৪. এক মুষ্টি সিমেন্ট হাতে নিয়ে জড়ো করলে জড়ো হয়ে থাকবে ।
৫. এক খন্ড কাঁচের উপর পোর্টল্যান্ড সিমেন্টের শক্ত পেষ্ট রেখে সেটি পানিতে ২৪ ঘন্টা পানিতে ডুবিয়ে রাখলে একটুও ফাটল সৃষ্টি হবে না বরং আরো দৃঢ়ভাবে জমাটবদ্ধ হবে।
.
.
.
সবাই সাইটে সিমেন্ট আসলে বা ব্যবহারের আগে এভাবে একটু পরীক্ষা করে নিবেন ...দেখবেন সিমেন্ট ব্যবহার উপযোগী আছে কি না...সিমেন্টের গুণগত মান ঠিক আছে কি না... !!!!


No comments

Theme images by Storman. Powered by Blogger.