how to identify good bricks chips - কোন ধরনের ইটের খোয়া Construction কাজের জন্য উপযোগী - খোয়া ব্যবহারের পূর্বে সতর্কতা - Bricks chips
ইটের খোয়াঃ
প্রথম
শ্রেনীর অথবা ঝামা ইটের দ্বারা তৈরি ছোট ছোট টুকরা যা নিইনফোর্সমেন্ট সিমেন্ট
কনক্রিট বা সাধারন কনক্রিট ঢালাই কাজে ব্যবহার করা হয়। খোয়ার আকার সাধারণত
দু-রকমের হয় যথাঃহাফ ইঞ্চিএবং পোনে এক ইঞ্চি।সাধারণতঃ দুটোকে মিশিয়ে দেয়া
হয়।৬০:৪০ থেকে ৭০:৩০ এর
অনুপাতে ।
এ গুলোকে বলা হয় কোর্স এগ্রিগেইট।হাফ ইঞ্চি সাইজের ১০০ সি,এফ,টি খোয়া ভাঙতে ইট
প্রয়োজন হয় =৮৫০ টি এবং বড় সাইজের খোয়া ভাঙতে ইট প্রয়োজন = ৯০০ টি।কোর্স এগ্রিগেট বাছাই:
১। এগুলো ঘনাকার এবং ধুলা
মাটি ছাড়া হওয়া উচিত।
২। এগুলো বিভিন্ন আকারের
হওয়া উচিত। ছোট বড়
এগ্রিগেটের সঠিক মিশ্রণ থাকা উচিত।
৩। বড় আকারে এগ্রিগেটের মাঝের খালি জায়গায় ছোট এগ্রিগেট
ও ছোট ছোট এগ্রিগেটের খালি জায়গা বালু দিয়ে পুরন করতে
হয়, এতে কংক্রিট ঘন ও মজবুত
হয়।
৪। একই আকারের এগ্রিগেট ব্যবহার করা ঠিক নয় । কারণ
সমান আকারের জোড়-গুলোতে খালি
জায়গা অনেক বেশী
থাকে ,
তাই এতে মোট
ওজন কম হয়ে যায়।
৫। ঢালাইয়ের পূর্বে এগ্রিগেট
ভিজিয়ে নিতে হবে।
খোয়া নির্মাণ কাজের জন্য
একটি গুরুত্বপূর্ণ উপাদান ,
যা কংক্রিট
তৈরির কাজে ব্যবহৃত হয়। তবে প্রথম শ্রেণীর ইট
ভেঙ্গেই খোয়া তৈরি করা উচিৎ।
খোয়ার আকৃতি বা সাইজ
সাধারণত ৩/৪ ইঞ্চির বেশি এবং ১/৪ ইঞ্চির কম হওয়া উচিৎ নয়।
খোয়া তৈরির পদ্ধতির উপর নির্ভর করে খোয়াকে
দুই ভাগে ভাগ করা যায়-
১। হাতে ভাঙ্গা
২। মেশিনে ভাঙ্গা
২। মেশিনে ভাঙ্গা
১। হাতে ভাঙ্গা =
এ ধরনের খোয়া খুব ভাল আকৃতির হয়ে থাকে এবং
এতে সুরকির পরিমাণ কম থাকে অবশ্য এই
পদ্ধতিতে খোয়া তৈরিতে অধিক সময় লাগে।
২। মেশিনে ভাঙ্গা =
এ ধরনের খোয়া বড়, ছোট হয়ে থাকে এবং সুরকির
পরিমাণ ও
বেশি হয়ে থাকে, তবে এ
পদ্ধতিতে
তাড়াতাড়ি খোয়া তৈরি করা যায়।
খোয়া ব্যবহারের পূর্বে সতর্কতাঃ
ইট ভেঙ্গে খোয়া করার পর খোয়া ভালভাবে চালতে হবে, যেন সুরকি না থকে , এবং মিক্সার
বানানোর আগে অবশ্যই নির্দিষ্ট সময় ভিজিয়ে রাখতে হবে। এতে খোয়ার মধ্যকার ক্ষতিকর
উপাদানসমূহ দূর হয়ে যায়।
ভেজানোর প্রয়োজনীয়তাঃ
**খোয়া ভেজানো না হলে, তা কিছু
পানি শোষণ করে যা সিমেন্ট
পানির অনুপাত নষ্ট করে।
ফলে ঢালাই জমাট বাঁধার আগেই
ফেটে যায় , যা মারাত্বক ক্ষতিকর প্রভাব
ফেলে।
**খোয়া ভেজানো না হলে
মিক্সার
ভালো হয় না।
**ইটের মধ্যে ক্ষতিকর পদার্থ যেমন
ধুলা-ময়লা, লবণ থাকলে
তা বের হয়ে যায়।
amara Concrete Hollow Block sell kore thaki jodi proyojon pore ,,jogajog korte paren
ReplyDeleteClick Here Siraj Tech