Header Ads

how to identify good bricks chips - কোন ধরনের ইটের খোয়া Construction কাজের জন্য উপযোগী - খোয়া ব্যবহারের পূর্বে সতর্কতা - Bricks chips


ইটের খোয়াঃ 
প্রথম শ্রেনীর অথবা ঝামা ইটের দ্বারা তৈরি ছোট ছোট টুকরা যা নিইনফোর্সমেন্ট সিমেন্ট কনক্রিট বা সাধারন কনক্রিট ঢালাই কাজে ব্যবহার করা হয়। খোয়ার আকার সাধারণত দু-রকমের হয় যথাঃহাফ ইঞ্চিএবং পোনে এক ইঞ্চি।সাধারণতঃ দুটোকে মিশিয়ে দেয়া হয়।৬০:৪০ থেকে ৭০:৩০ এর অনুপাতে । এ গুলোকে বলা হয় কোর্স এগ্রিগেইট।হাফ ইঞ্চি সাইজের ১০০ সি,এফ,টি খোয়া ভাঙতে ইট প্রয়োজন হয় =৮৫০ টি এবং বড় সাইজের খোয়া ভাঙতে ইট প্রয়োজন = ৯০০ টি।

কোর্স এগ্রিগেট বাছাই:

১। এগুলো ঘনাকার এবং ধুলা মাটি ছাড়া হওয়া উচিত।
২। এগুলো বিভিন্ন আকারের হওয়া উচিত। ছোট বড়
     এগ্রিগেটের সঠিক মিশ্রণ থাকা উচিত।
৩। বড় আকারে এগ্রিগেটের মাঝের খালি জায়গায় ছোট    এগ্রিগেট
     ছোট ছোট এগ্রিগেটের খালি জায়গা বালু দিয়ে পুরন করতে
     হয়, এতে কংক্রিট ঘন ও মজবুত হয়।
৪। একই আকারের এগ্রিগে ব্যবহার করা ঠিক নয়কারণ
     সমান আকারের জোড়-গুলোতে খালি জায়গা অনেক বেশী
     থাকে , তাই এতে মোট ওজন কম হয়ে যায়।
৫। ঢালাইয়ের পূর্বে এগ্রিগেট ভিজিয়ে নিতে হবে


খোয়া নির্মাণ কাজের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান , যা কংক্রিট তৈরির কাজে ব্যবহৃত হয়। তবে প্রথম শ্রেণীর ইট ভেঙ্গেই খোয়া তৈরি করা উচিৎ।

খোয়ার আকৃতি বা সাইজ সাধারণত ৩/৪ ইঞ্চির বেশি এবং ১/৪ ইঞ্চির কম হওয়া উচিৎ নয়।
খোয়া তৈরির পদ্ধতির উপর নির্ভর করে খোয়াকে দুই ভাগে ভাগ করা যায়-
১। হাতে ভাঙ্গা
২।
মেশিনে ভাঙ্গা


১। হাতে ভাঙ্গা = 
    এ ধরনের খোয়া খুব ভাল আকৃতির হয়ে থাকে এবং
    এতে সুরকির পরিমাণ কম থাকে অবশ্য এই
    পদ্ধতিতে খোয়া তৈরিতে অধিক সময় লাগে।


২। মেশিনে ভাঙ্গা = 
    এ ধরনের খোয়া বড়, ছোট হয়ে থাকে এবং সুরকির
    পরিমাণ ও বেশি হয়ে থাকে, তবে এ পদ্ধতিতে
    তাড়াতাড়ি খোয়া তৈরি করা যায়।

খোয়া ব্যবহারের পূর্বে সতর্কতাঃ
ইট ভেঙ্গে খোয়া করার পর খোয়া ভালভাবে চালতে হবে, যেন সুরকি না থকে , এবং মিক্সার বানানোর আগে অবশ্যই নির্দিষ্ট সময় ভিজিয়ে রাখতে হবে। এতে খোয়ার মধ্যকার ক্ষতিকর উপাদানসমূহ দূর হয়ে যায়।

ভেজানোর প্রয়োজনীয়তাঃ

**খোয়া ভেজানো না হলে, তা কিছু
   পানি শোষণ করে যা সিমেন্ট
   পানির অনুপাত নষ্ট করে।
   ফলে ঢালাই জমাট বাঁধার আগেই 
   ফেটে যায় , যা মারাত্বক ক্ষতিকর প্রভাব
   ফেলে।
**খোয়া ভেজানো না হলে মিক্সার
    ভালো হয় না।
**ইটের মধ্যে ক্ষতিকর পদার্থ যেমন
   ধুলা-ময়লা, লবণ থাকলে
   তা বের হয়ে যায়।

1 comment:

  1. amara Concrete Hollow Block sell kore thaki jodi proyojon pore ,,jogajog korte paren

    Click Here Siraj Tech

    ReplyDelete

Theme images by Storman. Powered by Blogger.