Header Ads

আপনে কি সুরকি এবং জলছাদ সম্পর্কে জানেন - how to identify good Terracing


সুরকি কি ? - জলছাদ কি ? কেন করবেন ? কিভাবে করবেন ...
বিস্তারিত >>>>
সুরকি অত্যান্ত গুরুত্বপুর্ণ নির্মাণ উপাদান যা নির্মাণ কাজে শুরু থেকে আজ পর্যন্ত ব্যবহার হয়ে আসছে। মিস্ত্রীরা সুরকিকে প্লাষ্টারিং এর কাজে এবং রোমানরা প্লাষ্টার, মর্টার এবং কংক্রিট ঢালাই কাজে ব্যবহার করে। বাংলাদেশে মডেলিং প্লাষ্টার হিসাবে কিছু কিছু বাড়ি বা অফিসের সামনের অংশ ও বাউন্ডারি ওয়ালের প্লাষ্টারের কাজে, তাছাড়া জলছাদ ও প্যাটেনষ্টোনের কাজে সুরকি ব্যবহার করা হয়।
**দামে সস্তা
**স্থিতিস্থাপক
**সহজে ব্যবহার করা যায়
**যখন মর্টারে ব্যবহার করা হয় তখন ভাল শক্তি দেয়
**প্যাটেনষ্টোন ঢালাই কাজে ব্যবহার করা হয়।
**মর্টার/কংক্রিটে জোড় লাগানোর কাজে ব্যবহার করা হয়।
**প্লাষ্টারিং এর কাজে ব্যবহার করা হয়।
**বর্তমানে জলছাদ তৈরিতে সুরকি গুরুত্বপুর্ণ উপাদান হিসেবে ব্যবহার করা হয়।
Building এর সর্বোচ্চ তলার ছাদকে রোদ বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য এবং ঘরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখার জন্য ছাদের উপর চুন, সুরকি ও খোঁয়ার সাহায্যে কমপক্ষে তিন ইঞ্চি পুরুত্বের একটি আলাদা আবরণ দেয়া হয়। একে জলছাদ বলে।
বাড়ির ছাদের উপর বৃষ্টির পানি জমা হলে পানি চুইয়ে ছাদের রডকে মরিচা ধরাতে পারে এ জন্য জলছাদ দেয়া হয়।এছাড়াও
>> ছাদ আর্দ্রতামুক্ত রাখা।
>> রৌদ্রের তাপের হাত থেকে গৃহবাসীকে রক্ষা করা।
>> প্রচন্ড রৌদ্রতাপে মূল ছাদকে ফেটে যাওয়ার হাত থেকে রক্ষা করা।
প্রথমে চুন ফোটানো হয় তারপর চুন চালতে হয়, তারপর প্রথমে খোয়া ছাদে সমান ভাবে বিছানো হয়, তার উপর সুড়কী ও সমান ভাবে বিছানো হয়, এবং তার উপর চুন ও সমান ভাবে বিছানো হয়
তারপর ভাল ভাবে মিশাতে হবে, শুকনা অবস্থায় তিনটি কাটা দিতে হয়।
এর পর পানি দিয়ে মিশান হয়, এই মাল প্রতিদিন তেতুল ও চিটাগুড় ও রসুন ভেজানো পানি দিয়ে কাটতে হয় বা মিশানো হয়, ৭ থেকে ৮ টা কাটা দিতে হয় যেন মালটা ভালভাবে পচে । মাল রেডি হলে ছাদে বিছানো হয়।
এখানে ঢালায়ের আগে স্লোপ হল প্রথম দেখার বিষয়, ভাল করে স্লোপ মেনটেন করে ঢালায় শেষ করতে হবে,
এর পর কয়েক দিন পর ছাদ একটু শক্ত হলে পিটানো শুরু করতে হয় ভাল ভাবে পিটানোর পর সিমেন্ট, চুন মিলায়ে তালের ব্রাস দিয়ে ফিনিশিং দেওয়া হয়।
ছাদ পেটানোর সময় প্রতি ঘন মিটার খোয়ার হিসাবে ১১/২ কেজি চিটাগুড় ও ১৫ গ্রাম মেথির পানি চুনের পানিতে গুলে রেখে দেয়। পিটানোর কাজ চলাকালীন ঐ পানি বারবার ছিটিয়ে দেয়া হয়। পিটানোর সময় চুন-সুরকির গোলা উপরে ভেসে উঠলে পাটা দিয়ে সমান করে দেয়া হয় এবং ধীরে ধীরে ছাদ পিটিয়ে ঢাল মিলিয়ে নেয়া হয়।

No comments

Theme images by Storman. Powered by Blogger.