Header Ads

কিয়ামতের দিন রাসুল (সাঃ) কে যে তিনটি স্থানে পাওয়া যাবে


কিয়ামতের দিন রাসুল (সাঃ) কে যে তিনটি স্থানে পাওয়া যাবে:- 

_____( পড়ার পর শেয়ার করতে ভুলবেন না)_________


হযরত আনাস রা: বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, 

কিয়ামতের দিন আমার জন্য সুপারিশের আবেদন জানালাম। 

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, (হ্যাঁ) আমি তোমার জন্য, 

সুপারিশ করব। আমি বললাম,হে আল্লাহর রাসূল!আমি (সেদিন) 

আপনাকে কোথায় খুঁজব। নবীজী বললেন,প্রথমে (পুল)সিরাতের কাছে খুঁজবে। 

বললাম,সেখানে যদি আপনার সাথে আমার সাক্ষাৎ না হয় তাহলে কোথায় খুঁজব? 

তিনি বললেন,তাহলে আমাকে মীযানের কাছে খুঁজবে। আমি বললাম, 

সেখানেও যদি আপনাকে না পাই? নবীজী বললেন,তাহলে (হাউজে কাউসার)
কাছে খুঁজবে। কারণ আমি সেদিন এই তিন স্থানের কোনো না কোনো স্থানে থাকবই। 
(জামে তিরমিযী,হাদীস : ২৪৩৩;) (মুসনাদে আহমাদ,হাদীস : ১২৮২৫) 
হে আল্লাহ আপনি আমাদের সকলকে নবী মোহাম্মদ (সাঃ) শাফাআত নসীব করেন । 

No comments

Theme images by Storman. Powered by Blogger.